করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি!
সারা বিশ্ব কাঁপছে করোনায়। করোনার এই ভয়াল থাবায় পুরো বিশ্ব আক্রান্ত। করোনায় ছাড়েনি কোনো দেশ, জাতি কিংবা শহর। করোনা আঘাত এনেছে অফিস, আদালত, বাড়ি, ঘর এমন কি খেলা জগতে পর্যন্ত। করোনার ভয়াল থাবায় টাল মাটাল পুরো বিশ্ব অর্থনীতি।
এবার এই করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের সাবেক জনপ্রিয় ক্রিকেটার শাহিদ খান আফ্রিদি। আজ আফ্রিদি নিজে তার ভেরিফাইড টুইটার একাউন্টে টুইট করে এই খবর নিশ্চিত করেছে। তিনি সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া ও চেয়েছেন।