চিরনিদ্রায় দেশের প্রখ্যাত শিল্পপতি লতিফুর রহমান!
বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি, ট্রান্সকম গ্রুফের চেয়ারম্যান লতিফুর রহমান ঘুমের মধ্যে আজ বেলা এগারোটায় ৭৫ বছর বয়সে কুমিল্লায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাদ্বয়ের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন ‘পিৎজা হাট’ ও ‘কিন্টাকি ফ্রায়েড চিকেন’ প্রচলনের জন্য সমাধিক পরিচিত।
লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ এবং ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালক। এছাড়া তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি। ট্রান্সকম গ্রুপ যার উৎপত্তি হয়েছিল চা চাষের মাধ্যমে, এখন বাংলাদেশের অন্যতম একটি বড় কর্পপোরেট প্রতিষ্ঠান, যার রয়েছে ১৬টি কোম্পানি। ১০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে এ গ্রুপ।