বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টুয়েন্টির জন্য দল ঘোষণা
পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে গত মঙ্গলবার। দুই মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। সেই উপলক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দল ঘোষণা করেন প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহ-উল হক। এই দলে দেখা যাবে নতুন তিন মুখ- সিন্ধুর আহসান আলী, বেলুচিস্তানের আম্মাদ বাট এবং উত্তরাঞ্চলের হারিস রউফ। এদের মধ্যে রউফ বিগ ব্যাশে ১৫০ কিলোমিটার বেগে নিয়মিত বোলিং করে এবং ‘গলাকাটা সেলিব্রেশন’ করে বেশ পরিচিতি পেয়েছেন। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), এহসান আলী, আম্মাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।